ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

তালাক দিতেই শ্বশুরবাড়িতে গণধর্ষিত গৃহবধূ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১২, ২৮ নভেম্বর ২০১৯

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

Ekushey Television Ltd.

সবাই যেন ওঁত পেতে ছিল তালাকের অপেক্ষায়। স্বামী তিন তালাক দিতেই শ্বশুরবাড়ির লোকজন ঝাঁপিয়ে পড়ল গৃহবধূর ওপর। শ্বশুর এবং পরিবারের অন্য আত্মীয়রা ধর্ষণ করতে থাকে ঘরের বউকে। ঘটনার আকস্মিকতায় বিবশ হয়ে পড়েন ওই যুবতী। পরে স্থানীয় থানায় শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। 

এমনই এক জঘন্য ঘটনা ঘটেছে ভারতের রাজস্থান রাজ্যের জয়পুরে। খবর এনডিটিভির।  

খবরে বলা হয়, স্বামীকে তিন তালাক দিতে বাধা দিয়েছিলেন ২৫ বছরের ওই যুবতী। তালাক দেয়ার পরেও প্রতিবাদ জানান তিনি। তারই শাস্তি হিসেবে তাকে একের পর এক ধর্ষণ করতে থাকে শ্বশুর বাড়ির লোকজন। বেধড়ক মারধরও করা হয় তাকে।

পুলিশ জানিয়েছে, ইতিমধ্যেই তারা তিন তালাক দেয়ার জন্য গৃহবধূর স্বামীর বিরুদ্ধে মামলা রুজু করেছে। আর গণধর্ষণের মামলা দায়ের করা হয়েছে পরিবারের বাকি সদস্যদের বিরুদ্ধে।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি