ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

সৌদি কপ্টারে ইয়েমেনের আঘাত, ২ পাইলট নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪৯, ২৯ নভেম্বর ২০১৯

নিজেদের আকাশ সীমার মধ্যে সৌদি আরবের একটি অ্যাপাচি হেলিকপ্টার ধ্বংস করেছে ইয়েমেন। দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের আঘাতে এটি ধ্বংস করা হয়।

ইয়েমেনের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, আজ শুক্রবার সকালে সীমান্তবর্তী এলাকায় সৌদি আরবের একটি হেলিকপ্টার ধ্বংস হয়েছে। এটি ইয়েমেনিদের বিরুদ্ধে অভিযানের জন্য এসেছিল। হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ায় এর দুই পাইলট নিহত হয়েছে।

ইয়েমেনের আকাশ শত্রুমুক্ত রাখতে সব ধরণের তৎপরতা নস্যাৎ করা হবে বলেও দেশটির সেনাবাহিনী হুঁশিয়ারি দেয়। হেলিকপ্টারটি সৌদি আরবের আসির এলাকায় গিয়ে পড়েছে বলে সাংবাদ মাধ্যম ‘আল-আহাদ’ জানিয়েছে। 

উল্লেখ্য, ২০১৫ সালের মার্চ মাস থেকে দারিদ্রপীড়িত ইয়েমেনে হামলা চালিয়ে আসছে সৌদি আরব ও তার কয়েকটি মিত্র দেশ। এর ফলে এ পর্যন্ত হাজার হাজার মানুষ নিহত হয়েছে। ইয়েমেনের আনসারুল্লাহ সমর্থিত সেনাবাহিনীও সৌদি আগ্রাসন বন্ধে পাল্টা জবাব দিয়ে যাচ্ছে।

এমএস/এসি

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি