ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শ্রীলংকাকে ৪৫০ মিলিয়ন ডলার সহায়তা দিবে ভারত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৯, ৩০ নভেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

ভারত মহাসাগরের দ্বীপ রাষ্ট্র শ্রীলংকাকে ৪৫০ কোটি মার্কিন ডলার সহায়তা দেবে ভারত। গতকাল শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আর্থিক সহায়তা প্রদানের কথা ঘোষণা করেন। 

এর মধ্যে ৫০ মিলিয়ন ডলার দেওয়া হবে সন্ত্রাসবাদ দমনের খাতে। শ্রীলংকার নবনির্বাচিত রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপক্ষের সঙ্গে ‘ফলপ্রসূ’ আলোচনার পর এ কথা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খবর হিন্দুস্তান টাইমস’র।

জানা যায়, তিন দিনের সফরে বৃহস্পতিবার ভারতে পৌঁছান শ্রীলংকার গোটাবায়া রাজাপক্ষে। প্রেসিডেন্ট হিসেবে এটিই তার প্রথম বিদেশ সফর। আর প্রথম সফরেই ৪৫০ মিলিয়ন ডলারের অর্থ সহায়তার প্রতিশ্রুতি পেয়েছেন তিনি। 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে অর্থ সহায়তার বাইরে আরও নানা বিষয় নিয়ে কথা বলেন লঙ্কান প্রেসিডেন্ট। দুই নেতার আলোচনায় ঠাঁই পায় তামিল ইস্যু, নিরাপত্তা বৃদ্ধি ও বাণিজ্য চুক্তির মতো বিষয়গুলো।

সংবাদমাধ্যমে পাঠানো বিবৃতিতে নরেন্দ্র মোদি জানান, তিনি লঙ্কান প্রেসিডেন্টকে নিশ্চিত করেছেন যে, তার দেশকে এগিয়ে যেতে পূর্ণ সহায়তা দেবে দিল্লি। গত এপ্রিলে রাজধানী কলম্বোয় সিরিজ হামলায় ২৫০ জন নিহতের ঘটনাও উল্লেখ করেন মোদি। তিনি বলেন, ‘কিভাবে যৌথভাবে সন্ত্রাস দমন করা যায় তা নিয়ে আমি প্রেসিডেন্ট রাজাপক্ষের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছি।’ 

উল্লেখ্য, শ্রীলংকার ভূ-রাজনৈতিক অবস্থান খুবই গুরুত্বপূর্ণ। ভারত মহাসাগরের উল্লেখযোগ্য পরিমাণ পানিসীমার মালিকানা দেশটির নিয়ন্ত্রণে। ফলে শ্রীলংকাকে নিয়ে বরাবরই এ অঞ্চলের দুই প্রভাবশালী দেশ চীন ও ভারতের আগ্রহ রয়েছে। দেশটির বর্তমান চীনপন্থী প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপক্ষে তামিল ও মুসলিম সংখ্যালঘুদের কাছে অজনপ্রিয় হলেও দেশটির সিংহলিজ ও বৌদ্ধ যাজকদের কাছে যথেষ্ট শ্রদ্ধার পাত্র।

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি