ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

খাবার দিতে দেরি হওয়ায় আপন মাকে কুপিয়ে হত্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০০, ৩০ নভেম্বর ২০১৯ | আপডেট: ১৪:০৪, ৩০ নভেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

রাতের খাবার দিতে একটু দেরি হওয়ায় আপন মাকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে ভারতের মহারাষ্ট্রের এক যুবকের বিরুদ্ধে। এ সময় নিজের বোন বাধা দিতে আসলে তাকে ছুরিকাঘাত করে জখম করা হয়। অভিযুক্ত ঐ যুবককে গ্রেফতারও করেছে রাজ্য পুলিশ। খবর আনন্দবাজার পত্রিকার। 

মহারাষ্ট্রের বাঘোলিতে শনিবার এ ঘটনা ঘটে। অভিযুক্ত যুবকের নাম গণেশ (৩৫)। বাঘোলির নগর এলাকায় তরুণ আবাসনের একটি ফ্ল্যাটে মা লীলাবাঈ শ্যামরাও চহ্বাণ ও বোন প্রিয়ার (২৬) সঙ্গে থাকতেন গনেশ। 

রাজ্য পুলিশ সূ্ত্রে জানা যায়, একটি বেসরকারি সংস্থায় কাজ করেন গণেশ। গতকাল রাত ৮টার দিকে বাড়ি ফিরেন তিনি। এ সময় দেখে রাতের খাবার তখনও তৈরি হয়নি। এ নিয়ে মায়ের সঙ্গে রাগারাগি করেন তিনি। এক পর্যায়ে রান্না ঘর থেকে ছুরি এনে মাকে ছুরিকাঘাত করেন। 

এ সময় বোন প্রিয়া বাধা দিতে এলে তাকেও ছুরিকাঘাত করেন গনেশ। বোনের চিৎকারে প্রতিবেশিরা ছুটে আসেন। গুরুতর আহত অবস্থায় লীলাবাঈ এবং প্রিয়াকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লীলাবাঈকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থা হাসপাতালের নিবির পরিচর্য কেন্দে (আইসিইউ) ভর্তি রয়েছেন প্রিয়া। 

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি