ঢাকা, রবিবার   ০৩ নভেম্বর ২০২৪

‘মোদী-অমিত শাহ অনুপ্রবেশকারী’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৫, ১ ডিসেম্বর ২০১৯

এনআরসি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহকেই ‘শরণার্থী’ বলে কটাক্ষ করলেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী। তিনি তাদেরকে গুজরাত থেকে আসা শরণার্থী বললেন।

শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সারা দেশে এনআরসি করা হবে বলে একটি অনুষ্ঠানে মন্তব্য করেন। খবর আনন্দবাজারের

তারপর রবিবার সংবাদ সংস্থা এএনআইয়ের মুখোমুখি হন অধীর। সেখানেই মোদী-শাহকে একহাত নেন তিনি। অধীর বলেন, ‘এনআরসি নিয়ে মানুষের মনে ভীতির সঞ্চার করছে বিজেপি। দেশের প্রকৃত নাগরকিরাও এখন আতঙ্কে ভুগছেন। নিজের দেশে নিশ্চিন্তে থাকে মানুষ। ভোট দিতে যায়। পেটের জোগাড় করতেই যেখানে হিমশিম খেতে হয়, সেখানে গরিব মানুষ এত কাগজ জোগাড় করবেন কোত্থেকে?’

এনআরসির মাধ্যমে বিজেপি আসলে ধর্মীয় বিভাজন ঘটানোর চেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ করেন অধীর। তিনি বলেন, ‘বিজেপি মুসলমানদের দেশ থেকে তাড়াতে চায়। ওদের সে ক্ষমতা নেই। আর মুসলমানরা তো এ দেশেরই নাগরিক। তাঁরা দেশ ছেড়ে যাবেনই বা কেন? এই দেশ হিন্দু-মুসলিম সকলের। কিন্তু ওরা বলছে হিন্দুরা থাকবে, মুসলিমরা নয়। কেন?  এই দেশ কারও ব্যক্তিগত সম্পত্তি নাকি? এখানে সকলের সমান অধিকার রয়েছে।’

এরপরই সরাসরি নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে কটাক্ষ করে অধীর বলেন, ‘অমিত শাহজি, নরেন্দ্র মোদীজিদেরই তো অনুপ্রবেশকারী বলা যেতে পারে। গুজরাত থেকে দিল্লি এসেছেন। সে ক্ষেত্রে আপনারা নিজেরাই তো অনুপ্রবেশকারী। আইনি না বেআইনি সে বিচার পরে হবে।’

তার এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন বিজেপির মুখপাত্র জিভিএল নরসিংহ রাও। অধীরের এমন ‘রুচিহীন’ মন্তব্যের জন্য সনিয়া গাঁধীকে ক্ষমা চাইতে হবে বলে দাবি করেন তিনি। টুইটারে অধীরের মানসিক অবস্থা নিয়েও প্রশ্ন তুলে দেন নরসিংহ রাও।

এনআরসি নিয়ে এর আগেও একাধিক বার কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগান অধীর। এমনকি এনআরসি-র ভয়েই উপ নির্বাচনে বাংলার মানুষ বিজেপিকে ভোট দেননি বলেও মন্তব্য করেন তিনি।

এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি