ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ইরাকে ইরানি কনস্যুলেটে ফের আগুন দিল দুর্বৃত্তরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৭, ২ ডিসেম্বর ২০১৯

ইরাকের নাজাফ শহরের ইরানি কনস্যুলেটে দুস্কৃতকারীরা আবার আগুন দিয়েছে। নাজাফ প্রদেশের নগর উন্নয়ন বিষয়ক অধিদফতর এ খবরের সত্যতা নিশ্চিত করেছে। খবর পার্সটুডে’র।

রোববার রাতে এ আগুন দেয়া হয়। পরে ফায়ার ব্রিগেডের কয়েকটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

এর আগে গত বুধবার রাতে মুখে মাস্ক পরিহিত একদল দুর্বৃত্ত ইরাকের নাজাফ শহরের ইরানি কনস্যুলেটের একাংশে আগুন ধরিয়ে দেয়। ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় পরদিন বুধবার সকালে ওই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ঘোষণা করে, বিদেশি ষড়যন্ত্রে ইরাকের কিছু উগ্র গোষ্ঠী এ ঘটনা ঘটিয়েছে। ঘোষণায় বলা হয়, ইরাকি কনস্যুলেটে হামলাকারীরা নাজাফ শহরের অধিবাসী নয়।

ইরাকে বেকার সংকট ও প্রশাসনে দুর্নীতির বিরুদ্ধে গত কয়েক সপ্তাহ ধরে সরকার বিরোধী বিক্ষোভ চলছে। তবে বিক্ষোভের অজুহাতে নাশকতামূলক তৎপরতা চালানোর জন্য পারস্য উপসাগরীয় কিছু আরব দেশ বিপুল অর্থের বিনিময়ে দুর্বৃত্তদের লেলিয়ে দিয়েছে বলে বিভিন্ন ইরাকি গণমাধ্যমে খবর বেরিয়েছে। দুর্বৃত্তরা নাজাফের আগে ইরাকের বসরা ও কারবালায় অবস্থিত ইরানি কনস্যুলেটেও হামলা চালায়।

বসরা শহরের পুলিশ প্রধান সম্প্রতি জানিয়েছেন, ইসরাইল, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত ইরাকের চলমান সরকার বিরোধী বিক্ষোভ থেকে ফায়দা লুটার আপ্রাণ চেষ্টা করছে।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি