ঢাকা, শনিবার   ১২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অভিসংশন শুনানিতে অংশ নিচ্ছেন না ট্রাম্প, পাঠাবেন না প্রতিনিধিও

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৬, ২ ডিসেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

ক্ষমতার অপব্যবহারের অভিযোগে যে অভিশংসন তদন্ত শুরু করেছে মার্কিন প্রতিনিধি পরিষদ, তাতে উপস্থিত থাকছেন না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি কোনও প্রতিনিধিও পাঠাবেন না তিনি।

রোববার হোয়াইট হাউস থেকে হাউজ অফ রিপ্রেজেননেটিভ জুডিশিয়ারি কমিটির চেয়ারম্যানকে পাঠানো চিঠিতে এসব কথা বলা হয়। সাক্ষীদের নাম প্রকাশ করার পাশাপাশি অতিরিক্ত শুনানির মাধ্যমে প্রক্রিয়া সম্পন্নের বিষয়টি স্পষ্ট না হওয়ায় এমন সিদ্ধান্ত প্রেসিডেন্টের।

এর আগে, অভিশংসন শুনানিতে অংশ নিতে ট্রাম্পকে আমন্ত্রণ জানান হাউস জুডিশিয়ারি কমিটির ডেমোক্র্যাট চেয়ারম্যান জেরল্ড ন্যাডলার। বলেন, হয় ট্রাম্প শুনানিতে অংশ নেবেন, তা না হলে এ বিষয়ে অভিযোগ বন্ধ করবে।

এদিকে, পশ্চিমা সামরিক জোট ন্যাটোর ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে লন্ডনে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিচ্ছেন ট্রাম্প। জোটের সরকার প্রধানরা এ বৈঠকে বিভিন্ন ধরণের নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলার বিষয়ে আলোচনা করবেন।

অন্যদিকে, ন্যাটো সম্মেলনে ট্রাম্পকে যুক্তরাজ্যের নির্বাচন নিয়ে কিছু না বলার পরামর্শ দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি