ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

ক্ষমতায় গেলে সৌদির কাছে অস্ত্র বিক্রি বন্ধ: কারবিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১০, ২ ডিসেম্বর ২০১৯

যুক্তরাজ্যের লেবার পার্টির নেতা জেরেমি কারবিন ঘোষণা দিয়েছেন, ক্ষমতায় গেলে তার দল ইয়েমেনে আগ্রাসন চালানোর জন্য সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করে দেবে।

আসন্ন নির্বাচনকে সামনে রেখে লেবার দল আগেই ইশতেহার ঘোষণ করেছে। এতে তিনি ব্রিটেনকে জনকল্যাণমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। 

গতকাল রোববার কারবিন ঘোষণা দেন, ক্ষমতায় যেতে পারলে ইয়েমেনে আগ্রাসন চালানোর জন্য সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি বন্ধের পাশাপাশি ইয়েমেনে চলমান আগ্রাসন বন্ধের বিষয়ে তিনি কাজ করবেন।

লেবার দলের সম্ভাব্য পররাষ্ট্রনীতি কী হবে তা ঠিক করতে আয়োজিত বৈঠকে ওই মন্তব্য করেন কারবিন। এতে তিনি বলেন, ‘ইয়েমেনে হামলা চালাতে ব্রিটেন থেকে সৌদি আরব যে অস্ত্র কিনছে, লেবার দল ক্ষমতায় গেলে তা বন্ধ করে দেবে। এছাড়া, যেখানে কনজারভেটিভ সরকার ইয়েমেন যুদ্ধে সমর্থন দিচ্ছে সেখানে আমরা তা থামাতে কাজ করবো।’ 

কারবিন আরো বলেন, তিনি নির্বাচিত হলে ইয়েমেনের পাশাপাশি ফিলিস্তিনি-ইসরাইল ইস্যুতেও নজর দেবেন।

২০১৫ সাল থেকে সৌদি আরব ইয়েমেনের ওপর সামরিক আগ্রাসন চালাচ্ছে। এ সময়ের মধ্যে ব্রিটেন থেকে সৌদি আরবের কাছে ৬০০ কোটি ডলারের অস্ত্র বিক্রির লাইসেন্স দেয়া হয়েছে।

এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি