ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

ডাকাতের কবলে পেঁয়াজের ট্রাক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৭, ৩ ডিসেম্বর ২০১৯

ভারতে এক ব্যবসায়ীর পিয়াজবোঝাই একটি ট্রাক ডাকাতের কবলে পড়েছে। মঙ্গলবার দেশটির মধ্যপ্রদেশে এমন ঘটনা ঘটেছে।  

জানা গেছে, ওই ট্রাকটিতে ৪০ টন পিয়াজ ছিল। মধ্য নভেম্বরে মহারাষ্ট্র থেকে উত্তরপ্রদেশে যাচ্ছিল ট্রাকটি। কিন্তু নিজের গন্তব্যে পৌঁছাতে পারেনি। মাঝপথেই নিখোঁজ হয়ে যায়। পরে ট্রাকটি উদ্ধার হলেও পাওয়া যায়নি কোনো পিয়াজ।

দেশটির পুলিশ জানিয়েছে, লুট হয়ে যাওয়া ওই পিয়াজের মূল্য আনুমানিক ২২ লাখ রুপি।

বর্তমানে অধিকাংশ ভারতীয় রাজ্যে এখন এককেজি পিয়াজের দাম ১০০ রুপির বেশি হবে। মুম্বাই, চেন্নাই, কলকাতা ও পুনেতে কখনো কখনো এই দাম ১২০ থেকে ১৩০ রুপিও হয়েছে।

চলতি সপ্তাহে মধ্যপ্রাচ্যে আরও কয়েকটি স্থানে পিয়াজ চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার গুজরাটের একটি সবজি দোকান থেকে ৫০ বস্তা পিয়াজ চুরি হয়েছিল।

পশ্চিমবঙ্গেও এমন ঘটনা ঘটেছে। পিয়াজের অতিরিক্ত দামের কারণে ভারতে এখন এমন চুরির ঘটনা ঘটছে বলে জানা গেছে। 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি