ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

ইরাকে মার্কিন বিমানঘাঁটিতে রকেট হামলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৫, ৪ ডিসেম্বর ২০১৯

ইরাকের আনবার প্রদেশে অবস্থিত আল-আসাদ বিমানঘাঁটিতে রকেট হামলা চালানো হয়েছে। অন্তত পাঁচটি রকেট সেখানে আঘাত হেনেছে।

গতকাল মঙ্গলবার এ হামলা হয়েছে বলে ইরাকের একজন সামরিক কর্মকর্তা এক বিবৃতিতে জানিয়েছেন।

আনবার প্রদেশের এ বিমান ঘাঁটিতে মার্কিন সেনা মোতায়েন রয়েছে এবং সেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স গোপনে সফর করেছেন।

তবে এ হামলায় কোনো কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায় নি। এ ব্যাপারে কোনো বিস্তারিত তথ্যও দেন নি ইরাকি সামরিক কর্মকর্তা। এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী হামলার দায়িত্ব স্বীকার করে নি।

গত বছরের ডিসেম্বর মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অঘোষিতভাবে এই ঘাঁটি সফর করেছিলেন। এছাড়া, গত মাসে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স গোপনে এ ঘাঁটি সফর করেন। মার্কিন সেনাদের সঙ্গে থ্যাংকসগিভিং ডে উদযাপনের নামে তিনি মূলত ঘাঁটি সফর করেন।

ইরাকে মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতির বিরুদ্ধে জনমনে ব্যাপক ক্ষোভ রয়েছে এবং গত মাসে ইরাকের কয়েকটি মার্কিন ঘাঁটি এবং কূটনৈতিক মিশনে রকেট হামলার মতো ঘটনা ঘটেছে।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি