ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

মসজিদ থেকে জুতো চুরি, চোর ধরতে লাখ টাকা ঘোষণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০৪, ৪ ডিসেম্বর ২০১৯

মসজিদ বা অন্য কোন জন সমাগমের স্থান থেকে জুতো চুরির ঘটনা আজ নতুন নয়। তবে পাকিস্তানের লাহোরে ঘটেছে এমন এক ঘটনা। একটি মসজিদ থেকে একটি জুতো চুরি হওয়ায় পুলিশ চিরুনি অভিযানে নেমেছে। খবর জিনিউজ

জানা যায়, ঐ জুতোর দাম এক লাখ টাকারও বেশি। বিষয়টি নিয়ে স্থানীয় থানায় অভিযোগ দাখিলের সঙ্গে সঙ্গেই জুতো খুঁজতে হন্য হচ্ছে দেশটির পুলিশ।

লাহোরের গঙ্গারাম হাসপাতাল সংলগ্ন এলাকার একটি মসজিদে নামাজ পড়তে গিয়েছিলেন লাহোরের ডিফেন্স এলাকার বাসিন্দা সিরাজ বসির। নামাজ শেষে মসজিদ থেকে বেরিয়ে তিনি দেখেন তাঁর জুতো নেই।

এমএস/এসি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি