ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ইরাকে মার্কিন ঘাঁটিতে ফের রকেট হামলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৯, ৬ ডিসেম্বর ২০১৯

ইরাকে মার্কিন ঘাঁটিতে দু’দফা রকেট হামলা হয়েছে। রাজধানী বাগদাদের উত্তরের বালাদ বিমান ঘাঁটিতে এ হামলা হয়। ইরাকের নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে এ খবর দিয়েছে পার্সটুডে।

ঘাঁটিটি রাজধানী থেকে প্রায় ৮০ কিলোমিটার উত্তরে অবস্থিত। হামলায় ব্যবহার হয়েছে কাতিউশা রকেট। তবে হামলায় কোনও প্রাণহানি বা ক্ষয়ক্ষতি হয়নি।

ইরাকের বালাদ বিমান ঘাঁটিতে মোতায়েন রয়েছে প্রশিক্ষণে নিয়োজিত মার্কিন সেনারা। এদিকে, ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশের আইন আল-আসাদ বিমান ঘাঁটিতে অন্তত পাঁচ দফা রকেট হামলার মাত্র দু’দিন পর এ হামলা হলো। আইন আল-আসাদ ঘাঁটিতে শত শত মার্কিন সেনা মোতায়েন রয়েছে।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি