ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

দিল্লিতে কারখানায় অগ্নিকাণ্ডে ৪৩ জনের প্রাণহানি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩১, ৮ ডিসেম্বর ২০১৯ | আপডেট: ১০:৫৫, ৮ ডিসেম্বর ২০১৯

ভারতের রাজধানী দিল্লির একটি কারখানায় আগুন লেগে ৪৩ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আহতাবস্থায় উদ্ধার করা হয়েছে আরও অন্তত ৫০ জনকে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে দেশটির পুলিশ ও দমকল বাহিনী। দেশটির সংবাদমাধ্য এনডিটিভি এ খবর দিয়েছে।

রোববার সকালে দিল্লি শহরের আনাজ মাণ্ডির ঘিঞ্জি এলাকায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ২০ ইঞ্জিন। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কারখানার ভিতরে আরও অনেকে আটকে থাকতে পারে অনুমান করা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে এলেও এখনও চলছে উদ্ধার কাজ।

দমকলের কর্মকর্তা সুনীল চৌধুরী বলেন, ৬০০ বর্গফুট এলাকার ওই ভবনটিতে আগুন লাগে। ভিতরে খুব অন্ধকার ছিল। ভিতরে স্কুল ব্যাগ ও অন্যান্য দাহ্য বস্তু মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি