ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সিরিয়ায় বিমান হামলায় নিহত ২০

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৪, ৮ ডিসেম্বর ২০১৯

সিরিয়ার ইদলিব প্রদেশে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় বিমান হামলায় ৮ শিশুসহ অন্তত ২০ জন নিহত হয়েছেন।

স্থানীয় সময় শনিবার সিরিয়ার সরকারি বাহিনী ও রাশিয়ার বাহিনী বিমান হামলাগুলো চালিয়েছে বলে অভিযোগ করেছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।

উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিবের ৫ টি গ্রামে হামলাগুলো চালানো হয়েছে। এগুলোর মধ্যে বালিউন গ্রামের একটি বাজারে রাশিয়ার জঙ্গি বিমানের হামলায় ৯ জন ও আল বারা গ্রামে ৪ জন নিহত হয়। আবদিতা গ্রামে সিরিয়ার সরকারি বাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ব্যারেল বোমায় মারা যায় ৫ জন। এছাড়া আরও দুটি গ্রামে ব্যারেল বোমার আঘাতে হতাহত হয় মানুষ।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি