ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ফ্লোরিডায় নৌঘাঁটিতে হামলা সন্ত্রাসী কর্মকাণ্ড: এফবিআই  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৪, ৯ ডিসেম্বর ২০১৯

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দেশটির নৌবাহিনীর একটি ঘাঁটিতে বন্দুকধারীর হামলার ঘটনাটিকে সম্ভাব্য সন্ত্রাসী হামলা হিসেবে বলছে মার্কিন গোয়েন্দা সংস্থা- এফবিআই।

এফবিআই বলছে, সন্দেহভাজন হামলাকারী সৌদি নাগরিকের সঙ্গে কোনও সংগঠন জড়িত কি না তা তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলেও জানা গেছে।

তবে জিজ্ঞাসাবাদে কি কি তথ্য মিলেছে, তা এখনও প্রকাশ করা হয়নি। স্থানীয় সময় গত শুক্রবার সকালে ফ্লোরিডার পেনসাকোলা নেভাল এয়ার স্টেশনে এই হামলা হয়। এ সময় অন্তত তিনজন নিহত এবং বেশ কয়েকজন আহত হন। পরে নিরাপত্তাবাহিনীর গুলিতে হামলাকারীও মারা যায়।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি