ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ইসরাইলকে হামাসের হুঁশিয়ারি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৪, ৯ ডিসেম্বর ২০১৯

ফিলিস্তিনের হামাস বলেছে, ‘অবরুদ্ধ গাজা উপত্যকায় তাদের অবস্থানগুলোর ওপর ইহুদিবাদী ইসরাইল যে বিমান হামলা চালাচ্ছে তা বিনা জবাবে পার পাবে না।’ 

গতকাল রোববার রাতে এক বিবৃতিতে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন হামাসের মুখপাত্র ফাউজি বারহুম। খবর পার্স টুডে’র।

বিবৃতিতে তিনি বলেন, ‘দখলদার ইসরাইল যে হামলা চালাচ্ছে তা আগ্রাসন হিসেবে বিবেচনা করা হচ্ছে এবং এর পরিণতি তাদেরকে ভোগ করতে হবে। হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেড এখন অনেক বেশি অভিজ্ঞ এবং তারা জানে ইহুদিবাদী ইসরাইলের এই আগ্রাসনের জবাব কিভাবে দিতে হয়।’

গতকাল রোববার সকালের দিকে ইসরাইলের একটি জঙ্গি বিমান ফিলিস্তিনের গাজায় হামাসের অবস্থানে হামলা চালায়। ফিলিস্তিনের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, ইসরাইলি বিমান অন্তত দুটি অবস্থানে হামলা চালিয়েছে। তবে এসব হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ইসরাইলের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, জঙ্গিবিমান ও হেলিকপ্টারের সাহায্যে ‘সন্ত্রাসী’ হামাসের কয়েকটি অবস্থানে হামলা চালানো হয়েছে। এছাড়া গাজার উত্তরাঞ্চলে হামাসের একটি নৌঘাঁটিতে হামলা চালানো হয়। ইসরাইলের ওপরে যে সমস্ত হামলা হচ্ছে তা গাজা উপত্যকা থেকে হচ্ছে এবং এ জন্য হামাসকেই সমস্ত দায়-দায়িত্ব বহন করতে হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি