ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

‘ক্ষেপণাস্ত্র পরীক্ষার জেরে উ. কোরিয়াকে সব হারাতে হবে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৭, ৯ ডিসেম্বর ২০১৯

নতুন করে ক্ষেপণাস্ত্র পরীক্ষার জেরে উত্তর কোরিয়াকে সব হারাতে হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার টুইট বার্তায় ট্রাম্প বলেন, উত্তর কোরিয়ার সঙ্গে বিশেষ সম্পর্ক নষ্ট করতে তিনি চান না। তবে কিং জং উনের আচরণ মাত্রা ছাড়ালে তা করতে বাধ্য হবেন বলে জানান ট্রাম্প।

এর আগে, উত্তর কোরিয়া দাবি করে, স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্রে খুব গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা চালিয়েছে তারা। যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু নিরস্ত্রীকরণ বিষয়ে আলোচনা বাতিলের পর উত্তর কোরিয়া এই পরীক্ষা চালায়।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি