ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় সেনা নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৭, ১৭ ডিসেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

কাশ্মীরের গুরেজ সেক্টরে গোলগুলির ঘটনা ঘটেছে। এতে জয়তিবা গণপতি চাউগুলে (৩৬) নামে ভারতীয় এক সেনা জওয়ান নিহত হয়েছেন।

সোমবার বান্দিপোরা থেকে ৮৬ কিলোমিটার দূরে নিয়ন্ত্রণরেখায় ভারতীয় সেনা পোস্টগুলোকে লক্ষ করে পাক সেনা গুলি চালায় বলে অভিযোগ।

সেনা সূত্রে জানা গেছে, পাকিস্তানের হামলায় সেনা জওয়ান গুরুতর আহত হয়েছিলেন। পরে তার মৃত্যু হয়। রাজৌরী জেলার কালাল সেক্টরেও পাকিস্তানের সেনা বিনা প্ররোচনায় হামলা চালায় বলে অভিযোগ। মৃত সেনা জওয়ান জয়তিবা গণপতি চাউগুলে মহারাষ্ট্রের কোলাপুরের মহাগাঁও গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরের ৩৭০ ধারা বাতিল করার পর থেকে ক্রমশ বেড়েছে গোলাগুলি। তবে এ বছর জানুয়ারি মাস থেকে ১৫ নভেম্বর প্রর্যন্ত মোট ২ হাজার ৫০০ বার অস্ত্রবিরতি লঙ্ঘন করে পাক সেনা গোলাগুলি চালিয়েছে বলে অভিযোগ।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি