ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

ইরাক থেকে জনশক্তি কমাবে যুক্তরাষ্ট্র

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৩, ১৯ ডিসেম্বর ২০১৯

ইরাকে নিযুক্ত জনশক্তির একটা গুরুত্বপূর্ণ অংশ স্থায়ীভাবে দেশে ফিরিয়ে নেবে মার্কিন সরকার। মার্কিন পররাষ্ট্র দফতর এ পরিকল্পনা নিয়েছে। খবর পার্সটুডে’র।

বুধবার মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন জানিয়েছে, এ বিষয়ে তাদের হাতে ডকুমেন্ট এসে পৌঁছেছে, যাতে বলা হয়েছে আগামী বছরের মে মাসের মধ্যে ইরাক থেকে শতকরা ২৮ ভাগ জনশক্তি দেশে ফিরিয়ে নেয়া হবে। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য মার্কিন পররাষ্ট্র দফতর সিনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির কাছে একটি চিঠি দিয়েছে।

ইরাকে মার্কিন জনশক্তি কমিয়ে দিলে বাগদাদে যুক্তরাষ্ট্রের দূতাবাসে কর্মীর সংখ্যা দাঁড়াবে ১১৪ জনে। এছাড়া, বাগদাদের ডিপ্লোমেটিক সাপোর্ট সেন্টারে থাকবে ১৫ জন এবং এই এরবিলের কনস্যুলেট জেনারেলে থাকবে আটজন কর্মকর্তা-কর্মচারী।

ইরাক থেকে যে জনশক্তি কমানোর পরিকল্পনা নিয়েছে মার্কিন সরকার তার ভেতরে প্রতিরক্ষা বিভাগ এবং ইউএসএআইডির লোকজনও থাকবে।

সিনেটকে লেখা ওই চিঠিতে মার্কিন পররাষ্ট্র দফতর বলেছে, ইরাকে কর্মী সংখ্যা কমানোর পরও অবশিষ্ট লোকজন মার্কিন প্রশাসনের মৌলিক লক্ষ্য-উদ্দেশ্য হাসিল করতে সক্ষম হবে।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি