ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

ব্যাঙ্গালুরু-লক্ষ্ণৌয়ে বিক্ষোভে পুলিশের গুলি, নিহত ৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৩১, ১৯ ডিসেম্বর ২০১৯ | আপডেট: ০৯:৩১, ২০ ডিসেম্বর ২০১৯

বিক্ষোভে অশান্ত কর্ণাটক ও উত্তর প্রদেশ

বিক্ষোভে অশান্ত কর্ণাটক ও উত্তর প্রদেশ

ভারতজুড়ে নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে ছড়িয়ে পড়া বিক্ষোভে অশান্ত কর্ণাটক ও উত্তর প্রদেশে পুলিশের গুলিতে তিন জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ব্যাঙ্গালুরুতে দুই জন এবং উত্তর প্রদেশের লক্ষ্ণৌয়ে এক জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। 

এদিন কর্নাটকের রাজধানী ব্যাঙ্গালুরুতে বিক্ষোভ-সংঘর্ষ চলার সময় পুলিশ গুলি চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ছবি ভাইরাল হয়, যেখানে ব্যাঙ্গালুরুতে চার পুলিশ সদস্যকে গুলি চালাতে দেখা গেছে। সেখানে শিক্ষার্থীদের একটি দলকে লক্ষ করে গুলি চালানো হয় বলে অভিযোগ। বৃহস্পতিবার হাসপাতালের কর্মকর্তারা আহত দুইজনের মৃত্যুর খবর জানান।

অশান্তির আশঙ্কায় বুধবার রাত থেকেই গোটা উত্তরপ্রদেশে ১৪৪ ধারা জারি করেছিল প্রশাসন। চারজনের বেশি লোকের জমায়েতের উপর জারি করা হয়েছিল নিষেধাজ্ঞা। একই পদক্ষেপ নেয়া হয়েছিল বেঙ্গালুরুসহ কর্ণাটকের বিভিন্ন স্থানেও।

এমএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি