ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

অভিশংসন নাটকের মধ্যেই কংগ্রেসে ভাষণ দেবেন ট্রাম্প

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৬, ২১ ডিসেম্বর ২০১৯ | আপডেট: ১১:৪৮, ২১ ডিসেম্বর ২০১৯

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী ৪ ফেব্রুয়ারি ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ ভাষণ দেবেন। বছরের শুরুতে কংগ্রেসের যৌথ অধিবেশনে দেয়া মার্কিন প্রেসিডেন্টের এ ভাষণ দিতে ট্রাম্পকে আমন্ত্রণ জানিয়েছেন জ্যৈষ্ঠ ডেমোক্র্যাট নেতা ন্যান্সি পেলোসি।

দুদিন আগেই যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে অভিশংসিত হয়েছে ট্রাম্প। আগামী জানুয়ারিতে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে তার বিচার শুরু হবে। সেখানে দুই তৃতীয়াংশ ভোটে অভিশংসিত হলে প্রেসিডেন্ট পদ ছাড়তে হবে ট্রাম্পকে। ট্রাম্প যখন স্টেট অব দ্য ইউনিয়ন খ্যাত ভাষণ দেবেন তখন হয়তো সিনেটে তার বিচারকার্যক্রম চলতে থাকবে বা শেষ হবে।  

সিনেটের বিচারে ট্রাম্পের চূড়ান্তভাবে অভিশংসিত হওয়ার শঙ্কা রয়েছে। তবে সিনেটে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ হওয়ার সেটি না হওয়ার সম্ভাবনাই বেশি।

এ বিষয়ে প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন, সিনেট কী করবে তাতে কিছুই যায় আসে না। ট্রাম্প এরইমধ্যে অভিশংসিত হয়েই গেছেন।

তবে ট্রাম্পের আগে দেশটির প্রেসিডেন্ট এন্ড্রু জনসন এবং বিল ক্লিনটন প্রতিনিধি পরিষদে অভিশংসিত হয়েছিলেন। তাদের কাউকেই সিনেট পদচ্যুত করেনি।

প্রসঙ্গত, সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ ফাঁস হয়। এতে তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট জো বাইডেনের বিরুদ্ধে তদন্তের জন্য ইউক্রেনের প্রেসিডেন্টকে চাপ দেন ট্রাম্প। এর ভিত্তিতেই ট্রাম্পের অভিশংসনের দাবি সামনে আসে।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি