জিম্বাবুয়েতে সড়ক দুর্ঘটনায় নিহত ১১
প্রকাশিত : ১৩:৪২, ২১ ডিসেম্বর ২০১৯
জিম্বাবুয়েতে একটি সড়ক দুর্ঘটনা-পুরনো ছবি
জিম্বাবুয়ের উত্তর-পূর্বাঞ্চলে শুক্রবার এক সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। এতে অন্তত আরও ১৫ জন আহত হন। খবর সিনহুয়া’র।
পূর্বাঞ্চলীয় প্রদেশ মাশোনাল্যান্ডের মুটোকো শহর এলাকার এক মহাসড়কে বাসের চাকা ফেটে গেলে এ দুর্ঘটনা ঘটে। এ মহাসড়ক ধরেই মোজাম্বিক সীমান্ত সংলগ্ন নিয়ামাপনডা থেকে রাজধানী হারারে যাওয়া হয়। ঘটনাস্থলেই ৮ জন এবং বাকী ৩ জন হাসপাতালে নেয়ার পর মারা যান।
রবার্ট মুজেজিয়া নামে প্রদেশের এক কর্মকর্তা সিনহুয়াকে জানান, আহত ১২ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়, এদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে হারারের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
জিম্বাবুয়েতে প্রায়ই মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটে। পুলিশের দাবি, চালকের অসতর্কতা ও খারাপ রাস্তাঘাট এসব দুর্ঘটনার কারণ।
এমএস/
আরও পড়ুন