ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সিরিয়ায় গাড়িতে বোমা বিস্ফোরণ, নিহত ৮

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৬, ২৪ ডিসেম্বর ২০১৯

সিরিয়ায় গাড়িতে বোমা বিস্ফোরণে নারী ও শিশুসহ প্রাণ গেল ৮ জনের। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।

সোমবার রাতে উত্তর সিরিয়ার রাক্কাতে এ ঘটনা ঘটে। তুর্কির জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর দিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

প্রতিরক্ষা মন্ত্রণালয় এই বিস্ফোরণের দায় চাপিয়েছে কুর্দিস বাহিনীর উপর। যারা চলতি বছর তুর্কির সামরিক বাহিনীর অভিযান চালানোর আগে সিরিয়া শহর নিয়ন্ত্রণ করত।

সিরিয়ার একটি এফএম রেডিও স্টেশন জানিয়েছে, ঘটনাস্থলে প্রায় ২০ জন সাধারণ মানুষ আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।

সিরিয়ার একটি রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, উত্তর-পূর্বাঞ্চলীয় শহর রস আল-আইন থেকে কিছুটা দূরে আরেকটি বোমা বিস্ফোরণের এ ঘটনা ঘটে। তবে সেই বিস্ফোরণে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি