ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

মরিয়ম নওয়াজকে পাকিস্তান ত্যাগের নিষেধাজ্ঞা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০১, ২৪ ডিসেম্বর ২০১৯

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মেয়ে মরিয়ম নওয়াজকে দেশ ত্যাগের নিষেধাজ্ঞা জারি করেছে ইমরান খানের সরকার।

দেশটির সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য পাওয়া গেছে। বলা হয়,  ৪৬ বছর বয়সী মরিয়ম নওয়াজ গেল বছরের আগস্ট থেকেই দুর্নীতির অভিযোগে নো ফ্লাই তালিকায় ছিলেন।

তবে নো ফ্লাই তালিকা থেকে তার নাম সরিয়ে ফেলার অনুমতি যাওয়া হলে দেশটির সরকার এ নিষেধাজ্ঞা জারি করেন। অর্থ আত্মসাৎ এবং দুর্নীতি মামলায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে মরিয়ন নওয়াজকে।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি