ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ইয়েমেনের আরও একটি তেল ট্যাংকার জব্দ করল সৌদি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৮, ২৫ ডিসেম্বর ২০১৯ | আপডেট: ০৮:৪৮, ২৫ ডিসেম্বর ২০১৯

ইয়েমেনের জন্য তেল বহনকারী আরেকটি ট্যাংকার জব্দ করেছে সৌদি আরব। ইয়েমেনের জাতীয় তেল কোম্পানি এ খবর জানিয়েছে। বলেছে, জ্বালানী তেলবাহী ট্যাংকারটি ইয়েমেনের আল-হুদায়দা বন্দরে যাচ্ছিল। খবর পার্সটুডে’র।

ওই কোম্পানি এক বিবৃতিতে বলেছে, এই নিয়ে সৌদি আরব এ পর্যন্ত ইয়েমেনের আটটি তেল ট্যাংকার জব্দ করল এবং এসব ট্যাংকারে মোট ৮৮ হাজার টন অকটেন এবং এক লাখ ২৮ হাজার টন ডিজেল ছিল।

কোম্পানির বিবৃতিতে বলা হয়েছে, ইয়েমেনের বন্দরে নোঙর করার জন্য জব্দ প্রত্যেকটি ট্যাংকারের কাছে জাতিসংঘের অনুমতিপত্র ছিল।

প্রসঙ্গত, ২০১৫ সালের মার্চ মাস থেকে ইয়েমেনের ওপর আগ্রাসন চালিয়ে আসছে সৌদি আরব। ইয়েমেনের ওপর সৌদি আরবের অবরোধের কারণে দেশটিতে দুর্ভিক্ষের আশঙ্কা দেখা দিয়েছে বলে মনে করছে সংশ্লিষ্টরা। জাতিসংঘ বলেছে, ইয়েমেন ভয়াবহ মানবিক সংকট মোকাবিলা করছে।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি