ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সিরিয়ায় রাশিয়ার বিমান হামলায় নিহত ৮

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৯, ২৫ ডিসেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

সিরিয়ায় রাশিয়ার বিমান হামলায় পাঁচ শিশুসহ কমপক্ষে আট জন নিহত হয়েছে। তুরস্ক ও ফ্রান্সের সহিংসতা বন্ধ করতে অনুরোধ করার পর সিরিয়া সরকারের মিত্র রাশিয়া এ হামলা চালাল।

সৌদি আরব ভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজ জানায়, গতকাল মঙ্গলবার সিরিয়ার ইদলিবে এ হামলা চালায় রাশিয়া। দক্ষিণ ইদলিবের সারাকেব শহরের কাছাকাছি জুবাস গ্রামে বাস্তুচ্যুত শিবিরে এ হামলা চালানো হয়। এ হামলার ফলে ৮ জন নিহত হওয়া ছাড়াও ১০ হাজার আশ্রয় নেওয়া সিরীয় পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

মস্কো এক বিবৃতিতে জানিয়েছে, ‘এ হামলা শিগগিরিই শেষ হবে।’

এএফপি’র এক প্রতিবেদক জানান, তিনি আক্রমণের শিকার স্থানটিতে ধ্বংসস্তুপে ধোঁয়ার অবশেষ দেখেছেন।

ডিসেম্বরের মাঝামাঝি থেকে ইদলিবে বিমান হামলা শুরু করেছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের মিত্র রাশিয়া। এই কয়েকদিনে রাশিয়ার বিমান হামলায় দেশটির ৮০ জনেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। যদিও জাতিসংঘসহ আসাদবিরোধী দেশগুলো যুদ্ধ বন্ধ রাখার অনুরোধ জানিয়েছে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি