আফগানিস্তানে তালেবানের হামলায় ১০ সেনা নিহত
প্রকাশিত : ২২:৪৯, ২৮ ডিসেম্বর ২০১৯ | আপডেট: ২২:৫০, ২৮ ডিসেম্বর ২০১৯
ফাইল ছবি
আফগানিস্তানে তালেবানের হামলায় ১০ সেনা নিহত হয়েছে। আজ শনিবার দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের একটি সামরিক ক্যাম্পে তালেবানরা এ হামলা চালায়।
হামলার আগে তালেবান সেখানে একটি টানেল খুঁড়ে সামরিক ক্যাম্পের ভেতরে প্রবেশের ব্যবস্থা করে এবং তারপর বোমা বিস্ফোরণে সেটি উড়িয়ে দেয়। বিস্ফোরণের পরপরই তালেবান গেরিলারা সেনাদের ওপর হামলা চালায়।
২১৫ মাইওয়ান্দ আর্মি কোরের মুখপাত্র নবাব যাদরান ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, তালেবানের হামলার সময় ক্যাম্পে ১৮ জন সেনা ছিলেন। এসব সেনা হেলমান্দ প্রদেশের সাঙ্গিন এলাকার জনগণের নিরাপত্তা দেয়ার কাজে নিযুক্ত ছিলেন।
তালেবানের হামলায় ১৮ সেনার মধ্যে ১০ জন মারা যায় এবং চারজন আহত হয়। বাকি চার সেনা তালেবানের হামলা মোকাবেলা করেছেন। প্রাদেশিক মুখপাত্র ওমর জওক হামলার কথা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঘাঁটির ভেতরে শক্তিশালী বিস্ফোরণের পর আফগান সেনারা মারা গেছেন।
এদিকে, তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হামলার দায়িত্ব স্বীকার করেছেন। যখন আমেরিকা এবং তালেবানের মধ্যে শান্তি আলোচনা চলছে তখন দফায় দফায় তালেবান মার্কিন ও আফগান সেনাদের ওপর হামলা চালাচ্ছে।
এসি
আরও পড়ুন