ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

উত্তরপ্রদেশে কুয়াশায় পথ হারিয়ে গাড়ি খাদে, নিহত ৬

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩২, ৩০ ডিসেম্বর ২০১৯

ভারতের উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় একটি গাড়ি রাস্তা থেকে পিছলে খাদে পড়ে দুই শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন।

রোববার মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে। কুয়াশার কারণে দৃশ্যমানতার অভাবেই এই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে। খবর এনডিটিভি’র।

পুলিশের এক মুখপাত্র জানান, ওই মারুতি এর্টিগা গাড়িতে সব মিলিয়ে যাত্রী ছিল ১১ জন। চিকিৎসকরা ছ’জনকে মৃত ঘোষণা করেন। বাকি পাঁচজন চিকিৎসাধীন।

পুলিশ জানিয়েছে, ওই গাড়িটির সঙ্গে আরও একটি গাড়ি ছিল। সমস্ত যাত্রীরা সম্ভল জেলার বাসিন্দা। তারা দিল্লি যাচ্ছিলেন বলে জানা গেছে। দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি