ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সিরিয়ায় সন্ত্রাসীদের রকেট হামলা ব্যর্থ করল রুশ সেনারা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৪, ২ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

সিরিয়ার লাতাকিয়া প্রদেশের কৌশলগত হেমেইমিম বিমান ঘাঁটিতে সন্ত্রাসীদের রকেট হামলা ব্যর্থ করে দিয়েছে রাশিয়ার সেনারা। খবর পার্সটুডে’র।

বুধবার ব্রিটেনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীরা বিমান ঘাঁটি লক্ষ্য করে রকেট হামলা চালালে রুশ সেনারা সেগুলো ভূপাতিত করে।

সিরিয়ান অবজারভেটরি জানায়, লাতাকিয়া শহরের ২৫ কিলোমিটার দক্ষিণে জাবলে শহরে কয়েকদফা বিস্ফোরণের শব্দ শোনা যায়। সন্ত্রাসীরা রুশ সামরিক ঘাঁটি লক্ষ্য করে ওই হামলা চালায়। তবে রাশিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সব রকেট ভূপাতিত করা হয় এবং কোনো রকেট সামরিক ঘাঁটিতে আঘাত হানতে পারেনি।

গত ২৩ ডিসেম্বর সিরিয়ান অবজারভেটরি জাবলে শহরে কয়েক দফা বড় বিস্ফোরণের খবর দিয়েছিল। স্থানীয় সূত্রগুলো নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, যে শব্দ শোনা গেছে তা রাশিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্রের শব্দ। রুশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে সন্ত্রাসীদের রকেট ভূপাতিত করলে ওই বিকট শব্দ হয়।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি