ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

মালয়েশিয়ায় মহানগর আওয়ামী লীগের অভিষেক অনুষ্ঠিত

শেখ আরিফুজ্জামান, মালয়েশিয়া থেকে: 

প্রকাশিত : ২০:১২, ২ জানুয়ারি ২০২০

জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন ও জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে নতুন কমিটি নিয়ে অভিষেক ও আলোচনা সভা করেছে মালয়েশিয়া মহানগর আওয়ামী লীগ। বুধবার সন্ধ্যায় রাজধানী কুয়ালালামপুরের জালান ইপোর হোটেল ডাইনেস্টির বলরুমে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

পবিত্র কোরআন তেলোয়াত ও এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালনের মধ্যদিয়ে অনুষ্ঠানের মূলপর্ব শুরু হয়।

মালয়েশিয়া মহানগর আওয়ামী লীগের সভাপতি এ আর মোহাম্মদ মামুন এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ রাসেল মোল্লা, সাংগঠনিক সম্পাদক অনিক আমিন ও যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমানের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সভাপতি আলহাজ্ব মুকবুল হোসেন মুকুল।  এ সময় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে আরো উপস্থিত ছিলেন মালয়েশিয়া আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব কামরুজ্জামান কামাল। 

সভায় বক্তারা বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বিশ্বদরবারে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে শেখ হাসিনা।  জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার পাশাপািশ মালয়েশিয়া আওয়ামী লীগকে সহযোগিতা করবে।  এই সময় প্রধান অতিথি মালয়েশিয়া মহানগর আওয়ামী লীগকে সবার সাথে পরিচয় করিয়ে দেন।

নবগঠিত সভাপতি এ আর মোহাম্মদ মামুন সমাপনী বক্তব্যে বলেন, মালয়েশিয়া আওয়ামী লীগ মহানগর শাখার সভাপতি নির্বাচিত করায় আমার রাজনীতির নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।   

কথা দিচ্ছি সম্পূর্ণ সততার সহিত এই সংগঠনের সম্মান অক্ষুণ্ন রাখবো এবং সকলের সহযোগীতা ও দোয়া নিয়ে সংগঠনকে পরিপূর্ণ ভাবে সাঁজাতে চাই। বিশেষ করে প্রবাসী ভাইদের সুখে দুঃখে সব সময় পাশে থাকতে চাই।  

পরে এ আর মোহাম্মদ মামুনকে সভাপতি, মোহাম্মদ রাসেল মোল্লাকে সাধারণ সম্পাদক, অনিক আমিনকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট মালয়েশিয়া আওয়ামী লীগের মহানগর শাখার কমিটির নাম ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ্ব মুকবুল হোসেন মুকুল।

এ সময় আরো বক্তব্য রাখেন বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন, মালয়েশিয়া আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো: শাহিন সরদার, মো: মনিরুজ্জামান মনির, সাংগঠিনক সম্পাদক ব্রাউন সোহেল, আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক মানসুর আল বাশার সোহেল, সদস্য জহিরুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ সভাপিত বি এম বাবুল হাসান, সহ-সভাপিত কবি জাহাঙ্গির, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোহাগ সরকার, শ্রমিক লীগ সভাপিত নাজমুল ইসলাম বাবুল, ছাত্রলীগের মহানগর শাখার সহ-সভাপিত মো: রিপন, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপিত সাইমন মিলন প্রমুখ।

এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মোহাম্মদ সেলিম, মো: দৌলত আহমেদ, মো: মফিজুর রহমান আরজু, নিপুন হাসান বিশ্বাস, মোহাম্মদ আব্দুল্লাহ আল ফারুক, সাচ্চু মিয়া, মোহাম্মদ অসীম মিয়া, অলিল ফরাজী, আব্দুল কাদের, মো: শহিদুল ইসলাম হাওলাদার, মোসাম্মাৎ আফসানা পাপড়ি, এসএ সৌরভ প্রমুখ।

অনুষ্ঠানে দূরদূরান্ত থেকে আগত প্রবাসী বাংলাদেশীরা সহ অসংখ্য আওয়ামী লীগ নেতা কর্মীরা অংশ গ্রহন করেন। 

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি