ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বাগদাদ বিমানবন্দরে চারটি রকেট নিক্ষেপ, নিহত ৫

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৮, ৩ জানুয়ারি ২০২০ | আপডেট: ১৪:৩৩, ৩ জানুয়ারি ২০২০

ইরাকের রাজধানী বাগদাদে আন্তর্জাতিক বিমানবন্দরে রকেট হামলায় সেখানে মোতায়েন জনপ্রিয় স্বেচ্ছাসেবী বাহিনী হাশদ আশ-শাবির অন্তত পাঁচজন নিহত হয়েছেন। খবর পার্সটুডে’র।        

শুক্রবার ভোররাতে অজ্ঞাত অবস্থান থেকে বিমানবন্দর লক্ষ্য করে অন্তত চারটি রকেট নিক্ষেপ করা হয়।

বিমানবন্দরে মোতায়েন হাশদ আশ-শাবির দু’টি গাড়ি লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়। অবশ্য কোনও কোনও সূত্র জানিয়েছে, মার্কিন হেলিকপ্টার থেকে রকেটগুলো নিক্ষেপ করা হয়।

এর আগে গত রোববার হাশদ আশ-শাবি’র কয়েকটি ঘাঁটিতে ভয়াবহ বিমান হামলা চালিয়ে অন্তত ৩০ জনকে হত্যা করে বলে অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। এর প্রতিবাদে ইরাকি জনতা প্রচণ্ড ক্ষুব্ধ হয় এবং তারা গত মঙ্গলবার থেকে বাগদাদস্থ মার্কিন দূতাবাসের সামনে ব্যাপক বিক্ষোভ দেখায়।

এক পর্যায়ে বিক্ষোভকারীরা দূতাবাসের দেয়ালের একাংশ এবং দূতাবাসের নিরাপত্তা চেকপোস্টে আগুন ধরিয়ে দেয়।তারা ‘যুক্তরাষ্ট্র ধ্বংস হোক’ বলে স্লোগান দেয় এবং মার্কিন সেনাদের ইরাক থেকে বহিষ্কার করার আহ্বান জানায়।

টানা তিনদিন বিক্ষোভ দেখানোর পর বৃহস্পতিবার ইরাকের প্রধানমন্ত্রী আদিল আল-মাহদির আহ্বানে সাড়া দিয়ে মার্কিন দূতাবাসের সামনে থেকে সরে গেছেন বিক্ষোভকারীরা।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি