ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সোলায়মানিকে হত্যায় পুতিনের উদ্বেগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩১, ৪ জানুয়ারি ২০২০

প্রেসিডেন্ট পুতিন ও প্রেসিডেন্ট ম্যাকরন- ফাইল ছবি

প্রেসিডেন্ট পুতিন ও প্রেসিডেন্ট ম্যাকরন- ফাইল ছবি

Ekushey Television Ltd.

মার্কিন বিমান হামলায় ইরানের কুদস ফোর্সের কমান্ডার জেনারেল সোলাইমানিকে হত্যায় উদ্বেগ প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি শুক্রবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের সঙ্গে এক টেলিফোনালাপে এ উদ্বেগ প্রকাশ করেন। খবর পার্স টুডে’র। 

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, জেনারেল সোলাইমানিকে হত্যার পর উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলাপ করতে ঐ  টেলিফোনালাপ অনুষ্ঠিত হয়। এতে প্রেসিডেন্ট পুতিন জেনারেল সোলাইমানির হত্যাকাণ্ডে উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘আমেরিকার এ পদক্ষেপে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে যাবে।’

এর আগে রাশিয়ার অন্যান্য কর্মকর্তারাও আমেরিকার এ সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, আমেরিকা মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্য পরিবর্তন করতে চায়।

রুশ পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির প্রধান কনস্তান্তিন কাসাচোভ বলেছেন, মার্কিন দূতাবাসে ইরাকি জনগণের হামলার প্রতিশোধ নিতে আমেরিকা জেনারেল সোলাইমানিকে হত্যার যে পদক্ষেপ নিয়েছে তার চেয়ে খারাপ দৃশ্যপট আর কিছু হতে পারে না।

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি