ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রতিশোধ না নেওয়ার বিনিময়ে ইরানকে আমেরিকার প্রস্তাব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৬, ৫ জানুয়ারি ২০২০ | আপডেট: ১৭:১০, ৫ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

ইরানের কুদস ব্রিগেডের কমান্ডার মেজর জেনারেল কাসেম সোলায়মানিকে হত্যা করার পর ইরানের পাল্টা হামলার ভয়ে আতঙ্কে আছে আমেরিকা। ইরান যাতে জেনারেল সোলায়মানির হত্যাকাণ্ডের প্রতিশোধ না নেয় সেজন্য নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়ার প্রস্তাব দিয়েছে আমেরিকা।

তুরস্কের ইংরেজি দৈনিক সাবাহ শনিবার এ খবর দিয়েছে।

সংবাদ মাধ্যমটি ইরানের সাবেক কূটনীতিক আমির আল-মুসাভি সাক্ষাৎকারের একটি ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়েছে। সাক্ষাৎকারে তিনি বলেন, “একজন আরব মধ্যস্থতাকারীর মাধ্যমে আমাকে অনুরোধ করা হয়েছে যে, আমেরিকা যে অপরাধ করেছে তার জন্য ইরান যেন কোনো প্রতিশোধ না নেয়। এর বিনিময়ে আমেরিকা ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবে।”

মুসাভি জানান, তাকে দেয়া বার্তায় বলা হয়েছে ইরানের উপর থেকে আমেরিকা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। 

টেলিভিশনে প্রচারিত বক্তব্যে মুসাভি বলেন, ‘আমি মনে করি নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাব ইরানের ক্ষোভ প্রশমিত করবে না কারণ আমেরিকা এ পর্যন্ত যত প্রতিশ্রুতি দিয়েছে তার সবই মিথ্যা প্রমাণিত হয়েছে। এ মুহূর্তে আমেরিকা শুধুমাত্র ইরানের ক্ষোভ নিয়ন্ত্রণের চেষ্টা করছে’।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি