ঢাকা, বুধবার   ০৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

কেনিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, নিহত ৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৬, ৬ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

কেনিয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলার ঘটনায় অন্তত ৩ মার্কিন সেনা নিহত হয়েছেন। আহত হন বেশ কয়েকজন। হামলার দায় স্বীকার করেছে আল শাবাব।

ইরানের শীর্ষ সামরিক কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি নিহতের তিনদিনের মাথায় কেনিয়ায় উপকূলীয় অঞ্চল লামুতে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে এ হামলা হলো।

এ হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার পাশাপাশি কমপক্ষে সাতটি মার্কিন এয়ারক্রাফট ও তিনটি সামরিক যান ধ্বংস করা হয়েছে বলে দাবি করছে সোমালিয়া ভিত্তিক আল কায়েদা সমর্থিত সংগঠন আল শাবাব।

এদিকে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সীমাবদ্ধতা চুক্তি আর না মানার ঘোষণা দিয়েছে ইরান। ২০১৫ সালে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া, জার্মানি ও ফ্রান্সের কাছে ইউরেনিয়াম প্রকল্প সীমিত করার প্রতিশ্রুতি দিয়ে চুক্তি স্বাক্ষর করেছিল ইরান।

তবে দেশটির পক্ষ থেকে পরমাণু বিষয়ক আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সহযোগিতা অব্যাহত রাখার কথাও বলা হয়েছে।

অপরদিকে, বাগদাদে মার্কিন ড্রোন হামলায় ইরানি কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যার ঘটনায় মার্কিন বিরোধী প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রয়েছে ইরানসহ বেশ কয়েকটি দেশে।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি