ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সোলাইমানির জানাজায় ট্রাম্পকে নিয়ে যা বললেন তার মেয়ে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৫, ৬ জানুয়ারি ২০২০ | আপডেট: ১৫:৪৭, ৬ জানুয়ারি ২০২০

জেইনাব সোলাইমানি- সংগৃহীত

জেইনাব সোলাইমানি- সংগৃহীত

Ekushey Television Ltd.

ইরানের বিশেষ বাহিনী রেভ্যুলিউশনারি গার্ডস কর্পসের (আইআরজিসি) অভিজাত শাখা কুদস ফোর্সের নিহত প্রধান জেনারেল কাসেম সোলাইমানির মেয়ে বাবার হত্যাকাণ্ড নিয়ে রোববার প্রতিক্রিয়া জানিয়েছেন। মার্কিন বিমান হামলায় নিহত ইরানি জেনারেলের মেয়ে জেইনাব সোলাইমানি বলেছেন, ‘ট্রাম্প, তুমি ভেবো না বাবার শাহাদাতেই সব শেষ হয়ে গেছে।’ 

রোববার তেহরানে বাবার জানাজায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেছেন। খবর পার্স টুডে’র। 

তিনি বলেন, ‘আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইল জেনে রাখো বাবার শাহাদাতের ফলে গোটা বিশ্বের প্রতিরোধ ফ্রন্টের মধ্যে মানবিকতা আরও বেশি জাগ্রত হবে। এখন থেকে পশ্চিম এশিয়ায় মোতায়েন মার্কিন সেনাদের স্ত্রী-সন্তানদেরকে তাদের স্বামী অথবা বাবার মৃত্যুর আশঙ্কায় প্রহর গুনতে হবে।’ 

তিনি আরও বলেন, ‘গোটা বিশ্ব দেখছে ইরাক ও ইরানের মানুষ কীভাবে তাদের বীরের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে। ট্রাম্প ইরানি ও ইরাকি জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করতে চেয়েছিলেন, কিন্তু এই শাহাদাতের ঘটনা দুই জাতির মধ্যে বন্ধনকে আরও শক্তিশালী করেছে, তারা চিরস্থায়ী বন্ধনে আবদ্ধ হয়েছে। আমার বাবার মৃত্যু আমেরিকা ও ইসরাইলের জন্য অন্ধকার দিন নিয়ে এসেছে।’

এর আগে এক টিভি সাক্ষাৎকারে জেইনাব বলেছেন, তিনি নিশ্চিত লেবাননের হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহও (সোলাইমানি) হত্যার প্রতিশোধ নেবেন।

উল্লেখ্য, ৩ জানুয়ারি ভোরে ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন রকেট হামলায় নিহত হন কাসেম সোলাইমানি। তার মরদেহ শনিবার বিকালে ইরাক থেকে তেহরানে পৌঁছায়। মঙ্গলবার নিজ প্রদেশ কেরমানে তাকে দাফন করা হবে।
এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি