ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

ইরানে ১৮০ যাত্রী নিয়ে ইউক্রেনের বিমান বিধ্বস্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২০, ৮ জানুয়ারি ২০২০ | আপডেট: ১০:৪২, ৮ জানুয়ারি ২০২০

ইরানে ১৮০ জন যাত্রী নিয়ে ইউক্রেনগামী একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বুধবার ইরানের ইমাম খোমেনি বিমানবন্দরে ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পরই বিধ্বস্ত হয়। খবর রয়টার্সের।

বিমান বিধ্বস্তের ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।

যান্ত্রিক ত্রুটির কারণে বোয়িং ৭৩৭ বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে ইরানের সংবাদ সংস্থা ইসনা। তেহরান থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভে যাওয়ার উদ্দেশ্যে উড্ডয়ন করেছিল বিমানটি।

ইরানের জরুরি বিভাগের মুখপাত্র মুজতবা খালেদি বলেছেন, উড্ডয়নের সময় বিমানটিতে ১৮০ জন যাত্রী ছিল।

যে জায়গাটিতে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেখানে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে বলে জানা গেছে।

দেশটির জরুরি সেবার প্রধান কর্মকর্তা বলেন, ‘বিমানটিকে আগুন ধরছে কিন্তু আমরা উদ্ধারকারীদের সেখানে পাঠিয়েছি। আমরা হয়তো কিছু যাত্রীর জীবন বাঁচাতে পারব’।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি