ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ইরাকে মার্কিন দূতাবাসকে লক্ষ্য করে ফের রকেট হামলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৭, ৯ জানুয়ারি ২০২০

ইরাকের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ২৪ ঘণ্টা না পেরোতেই বাগদাদের উচ্চ নিরাপত্তা সম্পন্ন গ্রিন জোনে ফের রকেট হামলার ঘটনা ঘটেছে। ওই এলাকায় যুক্তরাষ্ট্রসহ বিদেশি দূতাবাসগুলো অবস্থিত। 

বুধবারের (৮ জানুয়ারি) ওই হামলায় বাগদাদ কেঁপে উঠলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা সিএনএন। 

প্রতিবেদনে বলা হয়, বুধবার মধ্যরাতে দুটি কাতিউশা রকেট দিয়ে গ্রিন জোনের ভেতর হামলা চালানো হয়। এ সময় বিকট শব্দ হয়। এতে ৬ জন আহত হয়। তবে কেউ নিহত হয়নি বলে জানিয়েছে ইরাকের সামরিক বাহিনী। 

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি মার্কিন হোয়াইট হাউজ। 

এর আগে গত মঙ্গলবার রাতে ইরাকের আইন আল-আসাদ ও এরবিলে অবস্থিত দুটি মার্কিন বিমানঘাঁটিতে অন্তত ২২টি ব্যালিস্টিক মিসাইল ছোড়ে। এর মধ্যে আইন আল-আসাদের ঘাঁটি উদ্দেশ্য করে ছোড়া ১৭টি মিসাইলের দুটি লক্ষ্যভ্রষ্ট হয়। 

আর এরবিলের দিকে ছোড়া হয় ৫টি মিসাইল। তেহরানে রাষ্ট্রীয় টেলিভিশন দেশটির সামরিক বাহিনীর বরাত দিয়ে ওই হামলায় ৮০ জন মার্কিন সৈন্য নিহত হওয়ার দাবি করে। তবে ইরানের এ দাবি নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

এআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি