ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

‘জবাব দিলে ৫ হাজার মার্কিন সেনা প্রাণ হারাতো’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৬, ৯ জানুয়ারি ২০২০ | আপডেট: ২০:৩২, ৯ জানুয়ারি ২০২০

ইরানের আইআরজিসি'র অ্যারোস্পেস ফোর্সের প্রধান আমির আলী হাজিযাদেহ বলেছেন, ইরাকের দু'টি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলায় বহু মার্কিন সেনা হতাহত হয়েছে। তবে আমরা চাইলে প্রথম ধাপেই পাঁচশ' মার্কিন সেনাকে হত্যা করতে পারতাম।

তিনি বলেন, প্রথম ধাপের হামলাটি ব্যাপক সংখ্যায় মার্কিন সেনা হত্যার লক্ষ্য নিয়ে করা হয় নি। আমির আলী হাজিযাদেহ হলেন আইআরজিসি'র ক্ষেপণাস্ত্র বিভাগের প্রধান সেনা কর্মকর্তা।

                                                      আমির আলী হাজিযাদেহ

হাজিযাদেহ আরও বলেন, আমেরিকা যদি পাল্টা আঘাত হানার চেষ্টা করতো তাহলে ৪৮ ঘণ্টার মধ্যে আমাদের দ্বিতীয় ও তৃতীয় ধাপের হামলায় চার থেকে পাঁচ হাজার মার্কিন সেনা প্রাণ হারাতো। 

তিনি বলেন, এই হামলায় হতাহতদেরকে আমেরিকা নয়টি বিমানে করে ইসরাইল ও জর্দানে নিয়ে গেছে।

এসি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি