মার্কিন সেনাদের প্রতি হিজবুল্লাহ’র হুঁশিয়ারি
প্রকাশিত : ১৩:৩৩, ১১ জানুয়ারি ২০২০ | আপডেট: ১৩:৩৪, ১১ জানুয়ারি ২০২০
হিজবুল্লাহর নির্বাহী পরিষদের সহ-সভাপতি শেখ আলী দামুস- পার্স টুডে
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর নির্বাহী পরিষদের সহ-সভাপতি শেখ আলী দামুস বলেছেন, ‘মার্কিন সেনাদের যদি মধ্যপ্রাচ্য বা পশ্চিম এশিয়া থেকে সরিয়ে না নেয়া হয় তাহলে তারা নিরাপদ থাকবে না।’ ইরানের ইসলামি বিপ্লবী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কুদস ফোর্সের কমান্ডার মেজর জেনারেল কাসেম সুলাইমানিকে মার্কিন সেনারা হত্যা করার পর হিজবুল্লাহ নেতা এ কথা বললেন। খবর পার্স টুডে’র।
শেখ আলী দামুস বলেন, ‘মার্কিন প্রশাসনের এটা জানা উচিত যে, এ অঞ্চলের জনগণের বিরুদ্ধে তাদের সন্ত্রাসবাদ এবং জেনারেল সোলাইমানী ও ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিটের সেকেন্ড-ইন-কমান্ড আবু মাহদি আল মুহান্দিসের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে তারা তাদের হতাশা ও ব্যর্থতা ঢাকতে পারবে না। আমেরিকা ও তার মিত্রারা যে সম্মান হারিয়েছে এসব হত্যাকাণ্ডের মাধ্যমে তারা তাদের আস্থা এবং সম্মান ফিরিয়ে আনতে পারবে না।’
শেখ আলী দামুস বলেন, ‘মধ্যপ্রাচ্যে যে প্রতিরোধের ফ্রন্ট গড়ে উঠেছে তাদেরকে ভীত-সন্ত্রস্ত করা যাবে না তারা বরং এ অঞ্চলের জনগণের মধ্য থেকেই আমেরিকার মুখে মুষ্টাঘাত করা হবে। জেনারেল সোলাইমানি এবং মুহান্দিসের হত্যাকাণ্ড এ অঞ্চলে প্রতিরোধের নতুন অধ্যায় সৃষ্টি করবে এবং আরও অনেক বিজয় আসবে যার মাধ্যমে মধ্যপ্রাচ্য থেকে আমেরিকা সম্পূর্ণভাবে সরে যেতে বাধ্য হবে।’
জেনারেল সোলাইমানিকে হত্যার প্রতিশোধ হিসেবে ইরান যে মার্কিন দুটি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তার প্রশংসা করেন হিজবুল্লাহর এ নেতা। লেবাননের ধর্মীয় নেতা আরও বলেন, ‘মধ্যপ্রাচ্য এখন দুই শিবিরে বিভক্ত। এক দিকে রয়েছে মার্কিন নেতৃত্বাধীন একটি চক্র, অন্যদিকে রয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরানের নেতৃত্বে একটি প্রতিরোধ ফ্রন্ট।’
এমএস/
আরও পড়ুন