ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ট্রাম্প মিথ্যাচার করছেন, দাবি ইরানের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৫, ১১ জানুয়ারি ২০২০

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প- ফাইল ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প- ফাইল ছবি

Ekushey Television Ltd.

ইরানি জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করার পক্ষে সাফাই গাইতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও মিথ্যাচার করছেন বলে দাবি করছে ইরান। ট্রাম্প বলছেন, জেনারেল সোলাইমানি ইরাকে অবস্থিত মার্কিন কূটনৈতিক মিশনগুলোতে হামলার পরিকল্পনা করেছিলেন। খবর পার্স টুডে’র। 

ট্রাম্প গতকাল শুক্রবার মার্কিন নিউজ চ্যানেল ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে বলেন, ‘যখন জেনারেল কাসেম সোলাইমানি মার্কিন ড্রোন হামলায় নিহত হন তখন সম্ভবত ইরান বাগদাদস্থ মার্কিন দূতাবাসে হামলা চালানোর পরিকল্পনা করছিল।’

জেনারেল সোলাইমানি ও তার সহযোদ্ধাদের সন্ত্রাসী হামলা চালিয়ে হত্যা করার কারণে গত কয়েকদিন ধরে ডোনাল্ড ট্রাম্প ব্যাপক সমালোচনার সম্মুখীন হচ্ছেন। এই সমালোচনা থেকে বাঁচার উদ্দেশ্যে ট্রাম্প আরও বলেন, ‘বাগদাদের মার্কিন দূতাবাস ছাড়াও মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশে অবস্থিত মার্কিন দূতাবাসে ইরান হামলা চালাতে চেয়েছিল।’ 

জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করার ব্যাখ্যা হিসেবে ট্রাম্প এসব কথা বললেও মার্কিন সিনেটর ক্রিস ভ্যান হোলেন বলেছেন, জেনারেল সোলাইমানি বা ইরানের পক্ষ থেকে কোনো মার্কিন স্বার্থ বিপদাপন্ন হয়নি।                                                                        

উল্লেখ্য, গত ৩ জানুয়ারি ইরাক সরকারের রাষ্ট্রীয় আমন্ত্রণে সাড়া দিয়ে দেশটি সফরকারী ইরানি জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করে সন্ত্রাসী মার্কিন সেনারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে চালানো ওই হামলায় ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী বাহিনী হাশদ আশ-শাবি’র সেকেন্ড-ইন-কমান্ড আবু মাহদি আল-মুহান্দিস এবং দু’দেশের আরও ৮ সেনা শাহাদাতবরণ করেন।

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি