ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

উত্তেজনার মধ্যেই ইরান সফরে কাতারের আমির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪০, ১২ জানুয়ারি ২০২০ | আপডেট: ১৮:৪২, ১২ জানুয়ারি ২০২০

ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে বৈঠকে কাতারি আমির

ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে বৈঠকে কাতারি আমির

Ekushey Television Ltd.

আমেরিকা ও ইরানের মধ্যকার চলমান উত্তেজনার মধ্যেই ইরান সফর করছেন কাতারের আমির তামিম বিন হামাদ আল সানি। আজ রোববার তেহরানে পৌঁছানোর পর প্রেসিডেন্ট হাসান রুহানিসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে তার।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, এ সফরে মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনাদের বিতাড়িত করাসহ ইরান ও কাতারের মধ্যকার দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা হতে পারে।

এর আগে শনিবার তেহরানে কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান আল সানির সঙ্গে বৈঠকে মিলিত হন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ। বৈঠকের আলোচনায় জেনারেল কাশেম সোলায়মানি হত্যাসহ বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু প্রাধান্য পায়।

গত ৩ জানুয়ারি মার্কিন বিমান হামলায় ইরানের শীর্ষ জেনারেল কাশেম সোলায়মানি নিহত হওয়ার পর থেকে দেশ দুটির মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। পাল্টা জবাব হিসেবে ইরাকের বাগদাদে মার্কিন সামরিক ঘাঁটিতে মিসাইল হামলা চালায় ইরান। যাতে কমপক্ষে ৮০ মার্কিন সেনা নিহত ও ২ শতাধিক আহত হয়। সূত্র-আল জাজিরা। 

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি