ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৭, ১৩ জানুয়ারি ২০২০ | আপডেট: ১৭:৫৪, ১৩ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

ইরাকের ‘বালাদ’ নামক মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। সালাউদ্দিন প্রদেশের দক্ষিণের ঘাঁটিতে এ ক্ষেপণাস্ত্র হামলায় কী ধরণের ক্ষতি হয়েছে তা এখনও স্পষ্ট নয়।

গত কয়েক দিনে এ নিয়ে দ্বিতীয় বার 'বালাদ' ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা হলো। গত বৃহস্পতিবারও সেখানে হামলা হয়। কে বা কারা এই হামলা চালিয়েছে তা উল্লেখ করে নি ইরাকের এই টিভি চ্যানেল।  

বালাদ ঘাঁটিটি হচ্ছে ইরাকে আমেরিকার সবচেয়ে বড় বিমান ঘাঁটি। এটি বাগদাদ থেকে ৬৪ কিলোমিটার উত্তরে অবস্থিত।

গত ৩ জানুয়ারি বাগদাদ বিমানবন্দরে মার্কিন সেনাদের হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ফোর্সের কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি নিহত হওয়ার পর ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা বেড়েছে। তবে কোনো ব্যক্তি বা গোষ্ঠী হামলার দায় স্বীকার করছে না।

এর আগে ইরাকে অবস্থিত দুইটি মার্কিন বিমান ঘাঁটিতে ব্যালেস্টিক মিসাইল হামলা চালায় ইরান। এতে ৮০ জন নিহতের খবর জানায় ইরান।যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানায়, ইরবিল ও আল-আসাদ বিমান ঘাঁটিতে এই মিসাইল হামলা চালানো হয়।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে, দেশটির শীর্ষ জেনারেল কাসেম সোলেইমানিকে ড্রোন হামলায় হত্যার জবাব হিসাবে এই হামলা করা হয়।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি