ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সিনেটে ট্রাম্পের অভিশংসন শুরু এ সপ্তাহেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৯, ১৫ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ-সিনেটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিসংশন শুরু হচ্ছে এ সপ্তাহেই।

সিনেটে সংখ্যাগরিষ্ঠদের নেতা ম্যাককনেল এ কথা জানান। বুধবার এ নিয়ে ভোটাভুটি হবে বলে ঘোষণা দেন স্পিকার ন্যান্সি পেলোসি।

এদিকে, অভিশংসন প্রস্তাব সিনেটে পাঠানোর আগে নতুন তথ্য-প্রমাণ যুক্ত করেছে প্রতিনিধি পরিষদ।

ক্ষমতার অপব্যবহার ও কংগ্রেসের কাজে বাধা সৃষ্টির অভিযোগে গেল বছরের ডিসেম্বরে ট্রাম্পকে অভিশংসনের প্রস্তাব কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠ ভোটে পাস হয়।

এবার সিনেটে ট্রাম্প বিচারের মুখোমুখি হওয়ার পর শুনানি শেষে তার অপসারণের পক্ষে দুই তৃতীয়াংশ ভোট পড়লে প্রেসিডেন্ট পদ ছাড়তে হবে তাকে। তবে রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেটে সে সম্ভাবনা নেই বললেই চলে।

এর আগে, ট্রাম্পের আগে প্রেসিডেন্ট এন্ড্রু জনসন এবং বিল ক্লিনটন প্রতিনিধি পরিষদে অভিশংসিত হয়েছিলেন। তবে কাউকেই সিনেট পদচ্যুত করেনি।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি