ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

১৯ বছরের মধ্যে প্রথম সফর : মিয়ানমারে চীনা প্রেসিডেন্ট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৩, ১৭ জানুয়ারি ২০২০

রোহিঙ্গা গণহত্যা নিয়ে বিশ্বজুড়ে মিয়ানমারের বিরুদ্ধে সমালোচনার ঝড় অব্যাহত রয়েছে। ঠিক এমন সময়ে দেশটিতে আজ দুদিনে সফরে যাচ্ছেন চীনা প্রেসিডেন্ট সি চিনপিং। ১৯ বছরের মধ্যে কোনো চীনা প্রেসিডেন্টের প্রথম সফর এটি।

সফরের প্রথম দিন নেপিদোতে স্টেট কাউন্সিলর অং সান সুচি, সেনাপ্রধান মিন অং লাইংয়ের সঙ্গে বৈঠক করবেন সি। পরে চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডোরের আওতায় উভয় দেশ বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই করবে।

এ সফরে রাখাইনে ১৩০ কোটি ডলারের গভীর সমুদ্রবন্দর নির্মাণ, পূর্বদিকে দ্রুতগতির ট্রেন ‌এবং ইয়াঙ্গুনে আরো কিছু শিল্প কারখানা গড়ে তোলা নিয়ে চুক্তি হবে।

এদিকে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে, আন্তর্জাতিক বিচার আদালতে, মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার দায়েরকৃত মামলায় অন্তবর্তীকালীন আদেশ ২৩ জানুয়ারী।
এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি