ইরানের সেই ক্ষেপণাস্ত্র হামলায় ১১ মার্কিন সেনা আহত
প্রকাশিত : ১৪:৩৫, ১৭ জানুয়ারি ২০২০
গত ৩ জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন হামলায় নিহত হন ইরানের এলিট ফোর্স হিসেবে পরিচিত বিপ্লবী গার্ড করপোরেশনের (আইআরজিসি) ‘কুদস বাহিনী’র প্রধান জেনারেল কাশেম সোলাইমানি। এরপর থেকেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
সোলইমানিকে হত্যার পাল্টা জবাব দিতে ইরাকে যুক্তরাষ্ট্রের দুটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ওই হামলায় ইরান দাবি করে, মার্কিন দুটি সামরিক ঘাঁটিতে হামলায় অন্তত ৮০ মার্কিন সেনা নিহত হয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্র দাবি করে, তাদের সামান্য ক্ষতি হয়েছে। তবে আহত বা নিহতের কথা স্বীকার করেনি।
ওই হামলার দুই সপ্তাহ পর যুক্তরাষ্ট্রের জনপ্রিয় গণমাধ্যম সিএনএন শুক্রবার এক প্রতিবেদনে জানায়, ইরাকের আল-আসাদ ঘাঁটিতে ইরানের চালানো ২২টি ক্ষেপণাস্ত্র হামলায় ১১ মার্কিন সেনা আহত হন। ইরাক ও সিরিয়ায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আইএস বিরোধী সামরিক জোট গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি স্বীকার করেছে।
মার্কিন এক সামরিক কর্মকর্তা সিএনএনকে বলেন, ইরানের ওই হামলায় ১১ মার্কিন সেনা আহত হন। দেশটির প্রতিরক্ষা কর্মকর্তাদের ভাষ্য, ইরানের ওই হামলার ঘটনার কয়েক দিন পরে ওই সেনাদের মধ্যে উপসর্গ দেখা দেয়। সতর্কতার অংশ হিসেবে তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।
মার্কিন নেতৃত্বাধীন জোট গতকাল বলেছে, ‘গত ৮ জানুয়ারি আল-আসাদ বিমানঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় যুক্তরাষ্ট্রের কোনো সেনা নিহত না হলেও বিস্ফোরণ থেকে সৃষ্ট ট্রমায় আক্রান্ত হওয়ায় বেশ কয়েকজনকে চিকিৎসা দেয়া হয়। তারা এখনো পরীক্ষা-নিরীক্ষার মধ্যে আছেন।’
বিবৃতিতে আরও জানানো হয়, হামলার পর ট্রমায় আক্রান্ত সেসব মার্কিন সেনাকে ইরাকের আল-আসাদ বিমানঘাঁটি থেকে জার্মানিতে অবস্থিত ল্যান্ডথুহল রিজিওয়ানাল মেডিকেল সেন্টারে স্থানান্তরিত করা হয়েছে। তারা যখন সম্পূর্ণ সুস্থ হবেন তখন তাদের ইরাকে ফের কাজে যোগ দেবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
প্রসঙ্গত, ইরাকের রাজধানী বাগদাদে যুক্তরাষ্ট্রের ড্রোন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন ইরানের শীর্ষ জেনারেল সোলেইমানি। সেই ঘটনার পাঁচদিন পর ইরাকের মার্কিন বিমানঘাঁটিতে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালায়ি ইরান। ওই হামলায় তেহরান ৮০ মার্কিন সেনাকে হত্যার দাবি করলেও যুক্তরাষ্ট্র তা প্রত্যাখান করে। অবশেষে ১১ জন আহতের কথা জানা গেল।
আরও পড়ুন