ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মাথায় গুলি খেয়ে ৭কিমি গাড়ি চালিয়ে থানায় এক নারী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৬, ১৭ জানুয়ারি ২০২০ | আপডেট: ২০:৫১, ১৭ জানুয়ারি ২০২০

প্রতিকী ছবি

প্রতিকী ছবি

Ekushey Television Ltd.

মাথায় তিনটি গুলির ক্ষত। ক্ষতস্থান থেকে অনর্গল রক্ত ঝরছে। এমন অবস্থাতেও গাড়ির স্টিয়ারিং ধরে সাত কিলোমিটার পথ পাড়ি দিলেন। আহত মাকে পাশে বসিয়ে রক্তাক্ত অবস্থায় থানায় গিয়ে অভিযোগ দায়ের করলেন এক নারী। ভারতের পাঞ্জাবের মুক্তসরে আজ শুক্রবার এ ঘটনাটি ঘটেছে। খবর আনন্দবাজার পত্রিকার’র।

থানায় গিয়ে সুমিত কৌর নামের ঐ নারী পুলিশকে জানান, জমি দখল করার জন্য নিজের ভাই ও ভাতিজা তাকে রক্তাক্ত করেছেন। মাকেও গুরুতর আহত করা হয়েছে। পরে গুরুতর অবস্থায় সুমিত থানায় পৌঁছলে মাসহ তাকে হাসপাতালে পাঠায় পুলিশ। 

সুমিত বলেন, ‘বাবা আমার এবং আমার মায়ের জন্য ১৬ একর জমি রেখে গিয়েছিলেন। আমার ভাই হরিন্দর সিংহ সেই জমি কেড়ে নিতে চাইছে।’এর আগেও একাধিকবার তাঁকে খুন করতে উদ্যত হয়েছিলেন তার ভাই। এই সঙ্গে ভাই তার ছেলেকেও এ কাজে ব্যবহার করছেন বলে অভিযোগ করেন সুমিত। 

পুলিশ বলছে, অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করা হয়েছে। তবে অভিযুক্ত হরিন্দর সিংহ ও তার ছেলেকে আটক করা যায়নি। 

এমএস/এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি