ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

ইরানের আরেক সেনা কর্মকর্তার ওপর মার্কিন নিষেধাজ্ঞা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩১, ১৮ জানুয়ারি ২০২০ | আপডেট: ০৯:৫৫, ১৮ জানুয়ারি ২০২০

ইরান অ্যাকশন গ্রুপের প্রধান ব্রায়ান হুক- পার্স টুডে

ইরান অ্যাকশন গ্রুপের প্রধান ব্রায়ান হুক- পার্স টুডে

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র আরেকজন কমান্ডারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইরান অ্যাকশন গ্রুপের প্রধান ব্রায়ান হুক গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘ইরানের দক্ষিণাঞ্চলীয় খুজিস্তান প্রদেশে আইআরজিসির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান শাহভারপুরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।’ খবর পার্স টুডে’র। 

ব্রায়ান হুক জেনারেল শাহভারপুরের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের হাস্যকর অভিযোগ তুলেছেন বলে দাবি করেছে ইরান। 

এর আগে ২০১৮ সালের ৮ মে ইরানের পরমাণু সমঝোতা থেকে মার্কিন যুক্তরাষ্ট্র বেরিয়ে তেহরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। এরপর ওয়াশিংটন বহুবার ইরানের বহু প্রতিষ্ঠান ও ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা চাপিয়ে দেয়।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্প তার বক্তব্যে বলছেন, তার দেশ ইহুদিবাদী ইসরাইলের কারণে ইরানের আইআরজিসি’র ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। 

আমেরিকা এমন সময় আইআরজিসিকে নিষেধাজ্ঞার আওতায় এনেছে যখন ইরাক ও সিরিয়া থেকে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ নির্মূলে এই বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

এমএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি