ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

ইরানের সর্বোচ্চ নেতার প্রতি হুঁশিয়ারি ট্রাম্পের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৪, ১৮ জানুয়ারি ২০২০ | আপডেট: ১০:২৩, ১৮ জানুয়ারি ২০২০

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প- ফাইল ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প- ফাইল ছবি

বক্তব্য দেয়ার সময় আরও সতর্ক থাকতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  খবর এএফপি’র।

শুক্রবার সকালে তেহরানে খামেনির বক্তব্যের  ট্রাম্প টুইটার বার্তায় লেখেন, ‘তথাকথিত ইরানের এ সর্বোচ্চ নেতা সাম্প্রতিককালে যুক্তরাষ্ট্র ও ইউরোপের ব্যাপারে অত্যন্ত নোংরা কিছু কথা বলেছেন।’

ট্রাম্পের মতে, খামেনির পীড়াদায়ক এসব কথা বলা ভুল ছিল। এর আগে খামেনি তার বক্তব্যে যুক্তরাষ্ট্রকে ‘বজ্জাত’ হিসেবে উল্লেখ করে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানিকে আমেরিকার দালাল বলে আখ্যা দেন। 

শুক্রবার দিনের শেষে ট্রাম্প হুঁশিয়ার করে বলেন, ‘তাদের অর্থনীতির পতন ঘটছে। তাদের দেশের জনগণ নানা সমস্যায় জর্জরিত হচ্ছে। বক্তব্য দেয়ার ক্ষেত্রে তাকে অনেক সতর্ক থাকতে হবে।’

এমএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি