ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

নিভেছে দাবানল : অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলে বৃষ্টি, বন্যার শঙ্কা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪১, ১৮ জানুয়ারি ২০২০ | আপডেট: ১৫:৫১, ১৮ জানুয়ারি ২০২০

অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলের অধিকাংশ এলাকায় শনিবার বৃষ্টি ও বজ্রবৃষ্টি হয়েছে। ফলে দীর্ঘদিন ধরে জ্বলা দাবানল নিভে গেছে। একই সঙ্গে কিছু এলাকায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। যদিও দেশটির দক্ষিণ ও দক্ষিণ পূর্বাঞ্চলে বৃহৎ দাবানলগুলো জ্বলা অব্যাহত রয়েছে। সেখানে বৃষ্টিপাতেরও কোনো দেখা নেই।

জনবহুল ও দাবানলে সবচেয়ে সংকটাপন্ন নিউ সাউথ ওয়েলসের (এনএসডাব্লিউ) দমকল বাহিনী জানিয়েছে, শনিবারও ৭৫টি দাবানল অব্যাহতভাবে জ্বলছে। ক’দিন আগে এ সংখ্যা ছিল একশ’।

রাজ্যের স্থানীয় দমকল বিভাগ জানিয়েছে, দাবানলে জ্বলছে এ রকম কয়েকটি এলাকায় বৃষ্টি অব্যাহত রয়েছে। এর ফলে বৃষ্টি ও ঠান্ডা তাপমাত্রার কারণে বাকি দাবানল নিয়ন্ত্রণও সহজ হবে।

এদিকে উত্তরের কুইন্সল্যান্ড রাজ্যে রাতভর প্রচণ্ড ঝড়বৃষ্টিতে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এর ফলে অনেক রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে। তবে হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

অস্ট্রেলিয়ার আধুনিক ইতিহাসে এই দুইটি রাজ্য খরায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে। এখানকার কোনো কোনো এলাকায় শুক্র ও শনিবার চলতি দশকের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে।
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি