আবারও বাগদাদে মার্কিন দূতাবাসের কাছে রকেট হামলা
প্রকাশিত : ০৯:০২, ২১ জানুয়ারি ২০২০ | আপডেট: ০৯:০৫, ২১ জানুয়ারি ২০২০
এক সপ্তাহের ব্যবধানে ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন জোনে ফের ৩টি রকেট হামলার ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহত হয়নি।
মঙ্গলবার (২১ জানুয়ারি) ইরাকের নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা এবিসি নিউজ এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বাগদাদ পুলিশের বরাত দিয়ে বলা হয়, মঙ্গলবর সকালে মার্কিন দূতাবাসের কাছে উচ্চ গ্রিণ জোনে কাতিউশা নামক ওই তিনটি রকেট হামলা চালানো হয়। এসময় বিকট শব্দ হওয়ার কথা জানিয়েছেন স্থানীয়রা।
এ এলাকায় মার্কিন দূতাবাস, সরকারি বাসভবন ও যুক্তরাষ্ট্রের পরিষেবা সদস্যেদের বসবাস। বাগদাদে মার্কিন সেনাবাহিনীর একজন মুখপাত্র এ রকেট হামলার শব্দ শুনতে পান বলে জানান।
গত ৩ জানুয়ারি মার্কিন হামলায় ইরানের সামরিক বাহিনীর কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যার পর মার্কিন দূতাবাস লক্ষ্য করে গত সপ্তাহে দুই দফা রকেট হামলা চালিয়েছে ইরান।
প্রথম দফার (৭ জানুয়ারি) হামলায় তেহরানের পক্ষ থেকে ৮০ জন নিহতের দাবি করা হলেও নাকচ করে পেন্টাগন। এর ২৪ ঘন্টা পার হওয়ার আগেই ফের হামলায় ৬ জন আহত হয়। তবে এবারের হামলার কথা এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে কিছু বলা হয়নি।
এআই/
আরও পড়ুন